বৃষ্টি
ফাল্গুন শেষ হতে না হতেই তার দেখা।
শুস্ক রুখ্য পরিবেশ কে ধুয়ে মুছে দিতে তার আবির্ভাব।
নতুন পাতাকে আমন্ত্রণ জানানোর কৌশলটা বেশ ছিলো,
আমি ছিলাম , ভাবলাম দেখবো,
ধুঁ ধুঁ চারদিক অন্ধকার, পরিবেশ কেমন বিজয় র্যালি করছে আনন্দে আত্মহারা হয়ে।
সবাই কোলাকুলি করছে ,  কেন কি কারন?
ঐ যে আসছে বৃষ্টি!

সজিবতা ফিরে পেতে তাদের কতই না আক্ষেপ, কতই না উল্লাস করছে।
রবিন্দ্রের বাদল হাওয়া, নজরুলের বাদল সঙ্গীত পরিবেশনে তাদের আনন্দ আরো বেশী মুগ্ধময় হওয়ার চাঞ্জ টা বাড়িয়ে দিলো।
এতো আনন্দ তো এতো উল্লাস তো দেখিনি এতদিন,
কেন কি কারন?
ঐ যে আসছে বৃষ্টি!