সোনার বাংলাদেশ
✍ ফয়জুল কবির পারভেজ
------------------
ভুবন জুড়ে নেইতো কভু
এমন সুনীল দেশ,
সেইতো আমার জন্মভূমি
সোনার বাংলাদেশ।
------------
লাখো শহীদের রক্তে ভেজা
এই দেশেরি মাটি,
নাইতো কভু এমন দেশ আর
সোনার চেয়েও খাটি,।
----------
মাঠ ভরা তার ধান আছে,
আছে পুকুর খাল,
গায়ের জওয়ান মাছ ধরতে
ফেলছে তাতে জাল।
-----------------
কৃষান মেয়ে ছুটে চলে
আলতা দিয়ে পায়,
বেলফুলেরি রুপটি যেন
আটকে তাহার গায়।
---------------
এমন দেশেই হতে পারে
নানান রকম খেলা,
সেই রুপেতে মুগ্ধ হয়ে
কাটে আমার বেলা।
----------------
সোনার দেশে জন্মে আমি
গৌরবের নেইকো শেষ,
সেইতো আমার জন্মভূমি
সোনার বাংলাদেশ।
২৪ ই চৈত্ র ১৪২৩
৭ ই এপ্রিল ২০১৭