কোমল শিশির নরম ঘাসের
যখন লাগে পায়,
হারিয়ে যেতো মনটা তখন
আমার প্রিয় গায়।

রোজ বিকেলে সেই খানেতে
রাখাল যেত বাঁশি বাজাতে,
হারিয়ে যেত মনটা তখন
বাঁশির সুরের সাথে।

মাছ ছিলো তার পুকুর ভরা
আর গোয়াল ভরা গরু,
খোলা বাড়ির আঙিনাতে
ছিলো অনেক তরু।

ভরা ছিলো সোনার ধানে
আমার বাড়ির গোলা,
ধমকা হাওয়ায় মায়েরি
মুখটি হলো খোলা।

পুকুর পানে ধুয়ে যেত
আমার যত দুঃখ,
সেখানেতে খুঁজে পেতাত
মোর গায়েরি সুখ।
      
  ১ ই মার্চ ২০১৩ ইং