মু্জিব মানে এক ডাকাতে রক্ত গঙ্গা নদী,
মুজিব মানে হাজার মায়ের অশ্রু নীরবদি।
মুজিব মানে জনক নামের এক পিতার ইতিহাস,
মুজিব মানে স্বপ্নবুনা স্বাধীনতার চাষ।
মুজিব মানে অন্যায় আর জুলুমবাজের দুঃস্বপ্নের নায়ক,
মুজিব মানে অসাম্য আর মানবতার গায়ক।
মুজিব মানে বিশ্বায়নের ন্যায়ের প্রদীপ শিখা,
মুজিব মানে বাংলা মায়ের অশ্রুশিক্ত অগ্নিঝরা শীষা।
মুজিব মানে কৃষক চাষির মুখ ফুটানো হাসি,
মুজিব মানে কৃষাণ ঘরে সুখের বন্যা রাশি।।