আকাশ পানে চাঁদ উঠেছে
নামছে খুশির ঢল ,
পাড়ার সকল বন্ধু আমার
দেখবো তাকে চল।
খোকাখুকু উঠলো হেসে
নতুন জামা পেয়ে ,
ঈদগাহেতে যাবে তারা
পায়েস পিন্নি খেয়ে ।
নানান রঙ্গে সাজবে সবাই
কালকে ঈদের দিন ,
হিংসা বিভেদ ভুলে গিয়ে
বাঝবে সুখের বীণ ।
সমভাবে চলবে সবাই
সকল আড়ি ভুলে ,
ফুটপাতের ঐ খোকার মুখে
খাবার দেবে তুলে ।
খাবার পেয়ে অনাৎ শিশুর
ফুটবে মুখে হাসি ,
সেই মহিমায় পুর্ন হবে
ঈদের দিনের খুশি ।