একুশ এলো কৃষ্ণচূড়ায়
একুশ এলো বনে,
রাষ্ট্রভাষা বাংলা চাই
কইলো কত জনে।
রফিক সালাম জীবন দিলো
দিলো বরক তেও,
রাষ্ট্রভাষা বাংলা যেন
হয়না কোনো হেঁও।
একুশ এলো কৃষ্ণচূড়ায়
একুশ এলো মনে,
রাষ্ট্রভাষা বাংলা হইলো
মোদের রক্তক্ষনে।
একুশ এলো পাখির চোঁয়ায়
একুশ ফুলের ঘ্রাণ,
একুশ হলো শহীদ স্মৃতি
স্বপ্নে ঘেরা প্রান।
একুশ এলো রঙিন ফুলে
শহীদ স্মৃতি ছড়ায়,
একুশ এলো রক্তে রাঙা
একটি ফুলের তোড়ায়।
স্বরবৃত্ত ছন্দ
৪+৪+৪+২
২২/০২/২০১৭ইং