আষাঢ় দিনে বৃষ্টিপড়ে
টাপুর টুপুর টুপ,
সবুজ শ্যামল প্রকৃতিরা
এদিক ওদিক চুট।
ছোট ছোট ফোটা পড়ে
হচ্ছে তারা এক,
দলে দলে পাড়ি দিবে
অচিন পুরের দেশ।
আকাশ পানে দিচ্ছে উকি
মেগের জমাট দল,
ভয়ে মরে খুকুমণি
করছে ছলাৎ চল।
নতুন পাতা দিবে উকি
মেঘের রসে ভিজে,
তাই দেখে বনের তরু
আষাঢ় রুপে সাজে।
মেঘে মেঘে করছে লড়াই
নামবে কে সে আগে ! ,
ঘুড়ুম ঘুড়ুম শব্দ শুনে
পাখির ছানা ভাগে।
দলপতির ফাটালো মাথা
কেঁদে তারা বলে,
পুকুর নদী ভরে গেলো
তাদের চোখের জলে।