সবুজ শ্যামল মাঠের ধারে ছোট্ট একটি গ্রাম,
সেই গাঁয়েরি ধারে চলে তটিনী অবিরাম।
কলমি লতা করছে যে বাস নদীর ধারে বসে,
আষাঢ় এলে কুসুম ফোটে ঢেউয়ের তালে নাচে।
কৃষক মনা ধান ক্ষেতে তে গড়ছে সোনার ফসল,
পাকাঁ ধানের সুভাষ উড়ে করছে মুগ্ধ মহল।
পুকুর পানে ফোটে বহু লহিত বর্ণের ফুল,
গায়ের বালা পারছে না সে তুলতে বাসক মুল।
০১ ই ফেব্রুয়ারি ২০১৭ ইং