পবিত্র আলোয় ভরিয়ে প্রাণ,
আসলো আবার মাহে রমজান।
রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে,
সওয়াব ঝরে আকাশ-প্রান্তর ছুঁয়ে।
ভোরের সেহরি, সন্ধ্যার ইফতার,
রোজার মাঝে শান্তির বাহার।
তওবা করি, কেঁদে বলি,
রবের পথে ফিরে চলি।
কোরআনের নূর হৃদয়ে জালিয়ে,
নেক আমলে জীবন সাজিয়ে
লাইলাতুল কদরের রাতে করে ইবাদত,
জান্নাত হতে পাই নেকির কপোত ।
আসো সবাই, মনকে সাজাই,
রোজার আলো প্রাণে জড়াই।
মাহে রমজান রহমতের ছায়া,
আল্লাহ কে খুশি করে পাই দয়া ।
সিয়াম সাধনায় কাটুক মাস,
নেক আমলে হোক পাপের বিনাশ,
আসুক সবার মনে শান্তির বারি,
এই রমজানে এসো সত্যের শপথ করি !