রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ,
সারা মাসের ত্যাগের পরে
আনন্দে রাঙাও হৃদ।

সেহেরির সুমধুর ডাক ছিল
রহমতের এক সুর,
ইফতারের প্রশান্তি দিল
আত্মশুদ্ধির নূর।

সদকা-যাকাত দিয়েছি সবাই
গরিবের মুখে হাসি,
ঈদের দিনে মিলবে সবাই
ভুলে যাব অভিলাষী।

নতুন চাঁদের জোছনা লেগে
আনন্দ নাচে প্রাণে,
ঈদের সালাম, ভালোবাসা
রইলো সকল প্রাণে।

ও মন! রমজানের ঐ রোজার শেষে
আসুক শান্তির বারি,
প্রেম-ভালোবাসায় ভরে উঠুক
সবার দীন-দুলারি!

বিঃ দ্রঃ প্রথম ২ লাইন এর স্রষ্টা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম