আমার স্বপ্নে দেখা তুমি,
হেটে চলছিলে কোন এক পাহাড়ি পথ ধরে,
মিষ্টি আলো ঝড়ছিলো তোমার উপর,
ডাকছিলাম, তবুও হাঁটছিলে নীরবে।
সেই রৌদ্র রাশি ছড়িয়ে পড়ছিল তোমার সারা শরীরে,
মনে হল যেন, তুমি এক অমলিন সত্তা।
ভীষণ গভীর, ভীষণ নিঃশব্দ তুমি,
আমার কথা শুনলে না, ভাংলোনা নীরবতা ।
তোমার পদধ্বনি যেন হারিয়ে যায় হাওয়ায়,
তবুও হৃদয়ে এক অদ্ভুত গান চলে আসে ,
যেন ওই পাহাড়ি পথে হারিয়ে যায় আমার মন,
তবুও জেতে পারিনি হেঁটে চলা তোমার ছায়ার পাশে।
তোমার পদচিহ্ন বয়ে চলেছিল পথের মাঝে,
একটুকু ফিরে তাকালে না ।
আমি অপেক্ষা করছিলাম, এক চিরকালীন প্রেমের,
যা হয়তো কোনোদিন পূর্ণ হবে না।
তবে মনে হচ্ছিল, তুমি যে এক সুপ্ত রহস্য,
অন্তহীন পথে চলে, আমার স্বপ্নের অন্তরায় ।
তুমি মেঘের মতো উড়ে চলে যাচ্ছিলে,
আর আমি রইলাম, সেই পথে তোমার জন্য অপেক্ষায়।
স্বপ্নে তুমি, স্বপ্নের মতোই দূরে চলে গেলে,
প্রেমের ঝড় যেন ভাসিয়ে নিয়ে গেছে আমায় ।
তবু সেই আলোয়, তোমার অস্তিত্বে আমি থাকি,
অমলিন এক প্রেমের চিহ্ন রাখি তোমায় ।
যদিও তুমি চলে গেলে, স্বপ্নে রয়ে গেছো,
অজানা এক পথে, দিয়ে গেছো শুন্যতার আধার।
তবে জানি, তুমি ফিরে আসবে একদিন,
সেই পথ ধরে, মিষ্টি আলোয় আবার।