আজ অনেক বছর পর দেখা,
হয়তো কাকতালীয় এক উপহার,
নিঃশব্দ দৃষ্টি, চেনা মুখ,
তবু দূরত্ব অগোচর ভার।
তুমি ঠিক আগের মতোই আছ,
চোখে সেই চাঁদের আলো,
আমার ভেতর ভাঙা সুর,
তোমার ঠোঁটে নকল হাসির পালো।
একটু থমকে তাকালে তুমি,
কিছু বলার ইচ্ছে কি ছিল?
নাকি কেবল সময়ের ধুলোয়,
পুরনো প্রেম টা ম্লান হলো ?
আমি বলিনি, তুমিও নও,
নিঃশব্দে চলে গেলে অচেনার ছলে,
শুধু বাতাস জানল, হৃদয়ে আজও
একই ব্যথা দোলা দুলে।
পাশ দিয়ে হেঁটে গেলে তুমি,
মনে হলো, ঝড় বয়ে গেল,
স্মৃতির পাতায় ধুলো জমলেও,
ভালোবাসার হৃদয় তো ছিলো !
হয়তো অন্য কারও হাতে আজ
তোমার আঙুল, দৃঢ় বন্ধনে,
তবু কি মনে পড়ে না কিছুই,
সেই ফেলে আসা চেনা প্রাঙ্গণে?
বৃষ্টি এল, ছাতা খুললে তুমি,
আমি ভিজে রইলাম নির্বাক,
তুমি চলে গেলে, স্মৃতি রইল,
বুকের মাঝে, গভীর ফাঁক।