মনের ভিতর ৺বাধা আছে
তোমার কথা, তোমার ব্যথা
বাঁধা আছে তোমার শাড়ি
নিকানো মাটির ঘর, মায়াভরা চোখ
বাড়ির পাশে মেঘলা দিনে
ব্যালকনির ধারে তোমার মুখ
গোধূলির মতো ম্লান
থমকে আছে আমার চোখ
তোমার মায়াধরা হলুদ মুখে
অনেকদিন পর গ্রামের ভেতর
ছুঁয়েছে আমার চোখ
অচেনা শীতল বাড়ি
উঠোন জুড়ে শীর্ণ গাছের ছায়া
তুমি নেই, বুঝিনি এত শূন্য।