আমার শরীর ঢাকা সাদা বসনে
ছুঁয়ে থাকে বৈধব্য বাতাস
সাদা পায়রা উড়ে যায়
ধু-ধু প্রান্তর দিয়ে
কীভাবে তাকাব নিজের দিকে
মলিন পাতাগুলো ঝড়ে পড়ে
শিহরন জাগে মনে
ভবিষ্যত আর সময় পড়ে আছে
রাশি রাশি মেঘ জমে পাঁজরে
বৃষ্টিতে ভিজে যায় পুকুর
এখন ভরা যৌবন তার
পাঁজরে ভেসে আসে
বৈধব্যের মৃদুস্বর
আমি এখন শুভ্র বসনা নারী।