তোমার ওপিঠে আমি
চারিদিক অন্ধকারে ঢাকা
কোথাও কাউকে দেখছি না
'আছি' এই বোধটুকু ছাড়া
কথা বলো, শব্দ ছড়িয়ে পড়ুক
না হলে তোমার জিহ্বা আমাকে দাও
তোমার শব্দ থেকেই জন্ম হবে
আমার স্বপ্নের বাগান
এত শূন্যতা ভালো লাগেনা
আর কত শূন্য হবো?
শূন্য হতে হতে
আমার পায়ের নিচে মাটি নেই
অথচ তুমি নিভে যেতে চাওনি
উজ্জ্বল হতে চাও
রাস্তা খাঁ খাঁ
তোমার ওপিঠে আমি।