আমি তো আমার মতো থাকতে চেয়েছি
আমার ভুল হয়ে গেছে
আমায় ক্ষমা করে দিও
শীর্ণ পাতায় শব্দ ওঠে হাওয়ার আঘাতে
যদি পারো একটু বৃষ্টি এনে দিও
মরুভূমির পথের পাশে পারবে
অরণ্য এঁকে দিতে
অট্টালিকায় এই ভাবে বেঁচে থাকা
যেন মৃত পাখির খাঁচা
সুখ-দুঃখ ঘরময় পায়চারি করে
মনে পড়ে, শীতে সবুজ ঘাসের উপর বসতাম
কাঁধে মাথা রাখতো রোদ
ঠোঁটে জিভ ছোঁয়াতো দুপুর
আমার মতো থাকতে চাই
আমার ভুল হয়ে গেছে
আমায় ক্ষমা করে দিও।