ভাবছি আজ আমি একটুখানি
যদি তালা দিয়ে রাখি
মনের দরজাখানি
কি হয় তাতে খতি?
পথ চলি একমনে
পড়ে থাকে কতো কাঁটা
কেউ কথা বলে অকারণে
থেমে থাকে গতি?
পথ যখন থেমে যাবে
ভাববো তোমার কথা
চোখের জল পড়বে নীরবে
মনের তালা খুলে
তোমার কথা না ভাবি
তবে তোমায় যাব ভুলে
গোপনে যদি আসে
সে আজ রাতে
ভরিয়ে দেবো তাকে কুসুমের সুবাসে
মনের ভেতরের কথাটি
বলতে পারি তাকে
থাকবে না দুঃখটি।