আমার ভালো থাকা
কোথায় যেন হারিয়ে গেল
হাওয়ায় ভেসে বেড়ায়
আমার স্বপ্নগুলো
ভালোবেসে পেয়েছি নকল মন
লুকিয়ে রেখেছিলে নিকেল সোনালী পাথর
তোমার শরীর সাজিয়েছো এই ভাবেই
ছেড়ে গেলে কাকে
নিজেকে ছেড়ে যেতে পারে
তাতে থাকে মৃত্যু ভয়
ফুটপাতের ছোট্ট শিশুটি
ঘুরেফিরে মার কাছেই আসে
কেন জানো ভালোবাসার অমোঘ আকর্ষণে
সেখানে নেই কোনো সোনায় খাদ
তোমার বন্ধ দরজায়
কিছুটা খোলা হাওয়া ঢুকিয়ে দিও।