কেন কেউ আমার থাকে না
যাকে আঁকড়ে ধরতে চেয়েছি
সেই আমাকে ছেড়ে চলে গেছে
মায়ের গায়ের গন্ধ খুব ভালবাসতাম
ছোটবেলায় মাও ছেড়ে চলে গেল
নিজের চোখে শ্মশানে পুড়তে দেখলাম
ছাইগুলো কুণ্ডলী পাকিয়ে অজানা দেশে পাড়ি দিল
বাবাও আমাকে ছেড়ে অন্য কোথাও
কেন কেউ আমার থাকে না
দিঘীরপাড় ধানক্ষেত সব তন্ন তন্ন করে খুঁজেছি
ইরা কে খুঁজে পাইনি
এখনো শেষ বেলায় চাঁদ
দিঘির জলকে ভালবেসে খেলা করে
ভোর পর্যন্ত ডুবে থাকে
কেন কেউ আমার থাকে না।