আমি পাখির মতো হতে চাই
আমাকে কেউ বুঝতে পারেনা
বিষাদ আনন্দ দুঃখ
এই ছোটো ছোটো মুহূর্তগুলো
আমার সঙ্গে থাকে

কুয়াশার মতো ছিল মেয়েটি

প্রেম যেন
বরফের মত ঠান্ডা
তার চেয়ে ভালো
এসি ঘরে বসে থাকা

মেয়েরা কি পাখি?
এক ডাল থেকে আর একটা ডালে
উড়ে উড়ে এসে বসবে

আমি যেন শুকনো পাতা

তুমি কাছে আসবে বৃষ্টি নিয়ে?