যখন তোমাকে ছুঁতে যাই
তখন তুমি উড়ে যাও
ডানা মেলে পরী হয়ে
তোমাকে আর ছোঁবো না
মিরিকের নির্জন রাস্তার ধারে
কুয়াশার পোশাক পড়ে
দাঁড়িয়ে আছে দেবদারু
তার নীরব পাতার ফাঁকে ফাঁকে
সযত্নে তুলে রাখা আছে
আমার স্বপ্ন
তোমার বন্ধ দরজায়
কান পেতে শুনি
আমার খোলা মনে
তুমি ডুবতে রাজি নও
একটা সুন্দর অবলম্বন চাও।