দিনলিপি
শেখর ঘোষ

এসব অনেক দিনের কথা
আকাশের দিকে তাকিয়ে মেয়েটি
একফালি সন্ধ্যে তার কানের পাশ দিয়ে ভেসে যায়
যত প্রত্যাশা ছিল তত দুঃখ ছিল

সুখের গায়ে লেগেছিল সমস্ত দিনের অভিমান
মনের কথাগুলো জড়ো করে
শব্দ হয়ে ওঠার আগেই
চোখের কোনে গুঁজে দিয়েছিল
সরল এক ফোঁটা অশ্রু
তারপর মেখে ঢাকা পড়ে চাঁদ
সে নির্জন ও একা
আধো ঘুমে অন্ধকার

এসব তুচ্ছ মনে হয়
সামান্য কথা।