আমি স্বপ্ন দেখি সুখে থাকার ভালো থাকার
স্বপ্নের রঙ আকাশের মত নীল
আখরোটের মত বাদামী
সারাটা জীবন দুঃখ নিয়ে বেঁচে আছি

আমার খোলামন চেয়েছিল
ঘুম ভাঙা ভোরের একটি ছবি
আকাশের মত একটি মন

এর বেশি কিছু চেয়েছি

ঝলমলে রোদ আর একটু বৃষ্টি
তোমার কাছে কতবার হাত পেতেছি

দূরে কাছে ছড়িয়ে আছে তোমার নিঃশ্বাস

তাই আর তোমাকে ছোঁবো না

ভালো থেকো আকাশ
ভালো থেকো গাছ
ভালো থেকো নদী
ভালো থেকো বাতাস।