অস্তাচলে সূর্য

আমার মৃত্যুর পর ঠিক ওইখানে
যেখানে আছে সুন্দর একটি ঘর
সেটা হলো আমার চিরদিনের ঠিকানা
ওপারের ওই ঘরে দাঁড়িয়ে আছে
আমার একমাত্র বান্ধবী।

রোজ রাতে অঘুমে আমি
তার ডাক অনুভব করি
ভোরের আলোয় অস্পষ্ট দেখি
চাঁপা ফুলে তার ছোঁয়া

দুঃখ ভুলে তার কথা শুনি
হারানো কিছু গল্প করে

অবসন্ন মনে দারুণ একাকিত্বে
বন্দি আছি ঘরে একা
দরজাটা খুলে যাক
তোমার ঠাণ্ডা হাতের স্পর্শে।