বৃষ্টির অভূতপূর্ব শব্দ
ভেসে যাচ্ছে বিলুপ্ত মাঠ
রাত্রির পারদ উঠে যাচ্ছে
গৃহহীন আলো যেন সভ্যতার বিরাট পতন
রাগী ঝড়ের জন্য পৃথিবী কাঁপছিল
তাকিয়ে দেখি আকাশ যেন নিচু জমি
সর্বগ্রাসী হাওয়ায় বাড়িঘর গাছপালা
মানুষজন সব তছনছ করে দিলো
ত্রাণের টাকা কিছু লোকের হাতের খাঁচায় বন্দী
যেন জঙ্গল থেকে বেরিয়ে আসা ক্ষুধার্ত বাঘ
নিস্তার নেই আমাদের
তোমার আত্মশুদ্ধির প্রয়াস অধরাই রয়ে গেল।