মন খারাপের বাতাস এখন
গোপনে নিঃশ্বাস ফেলে ধূসর জীবনে
একা একা নীরবে ধারণ করেছি
জমে থাকা অভিমানগুলো
পতঙ্গের মতো ছুটে আসে
দেহের তাপ নেবে বলে
নীরব মেঘ আমাকে ভিজিয়ে দাও
উত্তাপ কিছুটা কমে যাবে
প্রিয়জন দিনের শেষে বিদায় নেয়
অলকা একা থেকে যায়
সে জানে স্তব্ধতার চেহারা কেমন
সে জানে শব্দহীনতার মানে
বাতাসে বাতাস হয়ে
ভারহীন ভেসে ভেসে গড়ে তুলেছে
অন্য এক ভুবন।