সূর্য আমাকে অন্ধ করে দিও না
কয়েক মুহুর্তের জন্য
কুয়াশা পরিষ্কার হয়ে যাবে
তখন খালি ক্যানভাসের মত
উন্মুক্ত হবে পৃথিবী
মৃত্যু বার বার ডাকে
বিশ্বাসের প্রশ্নগুলো শ্মশানে আটকে থাকে
ধর্ম মানেই তো বিশ্বাস

মনের ভেতর প্রাচীর তুলে দাঁড়িয়ে আছে মৃত্যু
আত্মাকে বারবার বলি
মৃত্যু থেকে যেন জীবিত হয়ে উঠি

মরুভূমি আমাকে বলল
বাতাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা বালি
সে হলো তোমার দুঃখ বেদনা
তারা তো উড়ে চলে যাবে

তবে আমি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠব?