বার বার ফিরে আসি
এই বিষাদে, নীল সমুদ্রের ঢেউয়ে
কতবার মন থেকে সরিয়ে রেখেছি শব্দ
তোমার কাছে উন্মুক্ত করব না আত্মস্বর

শুধু ছুঁতে গেছি তোমাকে
কেউ যেন  ধাক্কা দিয়েছে আমাকে
তোমার শাড়ির আঁচলে
ভালবাসা কুড়োতে গেলাম
নীল নির্জন সমুদ্রের ঢেউ
আছড়ে ফেলল

এভাবে কতদিন
কোন বিষে বাঁচতে চেয়েছি
জানি না

তবুও ফিরে আসি নির্জন মায়াবী সমুদ্রে।