আকাশটা ভারী সুন্দর ছিল
শূন্য থেকে শূন্যতায় চলে যাওয়া যায়
মনের ভেতর খুশির স্বপ্নগুলো
বারবার স্মৃতির দরজায় আঘাত করতে চায়
জীবনের সব ভালো-মন্দ
মুক্তধারার মতো আকাশটায়
একটা একটা করে ছড়িয়ে দিয়েছে
কি চায় মানুষ, বুঝতে পারেনা
নৌকার মতো জলের ঢেউয়ে দুলতে থাকে
জীবন যখন ফ্যাকাশে হয়
পাকা আমের মতো ঝরে পড়ে দুঃখগুলো
কালো মেঘের দল দিনটাকে অন্ধকার করে
জানি
কিছুটা সময় অন্ধকার
তারপর
আকাশটা ভারী সুন্দর হয়।