বহুদিন তোমায় দেখিনি মা-
তোমার সেই সবুজ ধানক্ষেত,
আঁকাবাঁকা ছোটো নদী,খোলা আকাশ ৷
অনেক দিন তো হল-
এবার ঘরে ফেরা যাক ৷
ভোরের নরম আলোয় ধানক্ষেতের উপর শুয়ে;
তোমায় অনুভব করব,
তোমার সাথে সুখ-দুঃখের গল্প করব মা ৷৷
খোলা আকাশের নীচে,পড়ন্ত আলোয়, নদীর জলে পা ডুবিয়ে
তোমায় উপোলোব্ধি করব ৷
সন্ধার ঘন অন্ধকারে,ঝিঁঝিঁর শব্দে বিভোর হয়ে-
কোলাব্যাঙের ডাক শুনতে শুনতে
তোমায় আদর করব মা ৷৷
চল্লিশ বছর পর নিজের বঙ্গজননীর কোলে
মাথা রেখে গান গাইব;
ঘরে ফেরার গান ৷
আমার মন আজ বড় ব্যাকুল,
উথাল পাতাল করছে নদীর জল-
সাগরের সাথে আজ যে নদীর মহা মিলন ৷৷
এবার ঘরে ফিরে তোমার উপর রাগ করব,
বলব,আমি কি তোমার কেউ নই?
আমায় কি তুমি ভুলেই গেছ,
না হলে আমায় চিনতে না;
তোমার দু-হাত বাড়িয়ে দিতে না আমার দিকে,
অভিমান মুছে ফেলো মাগো,
আমি এসেছি ৷৷
ধনদৌলতের হাতছানি ছিন্ন করে এসেছি,
সংসারের বাঁধা ভেঙে ছুটে এসেছি-
সমস্ত বন্ধনের নাগপাশ ছিন্ন করে
এক ছুট্টে চলে এলাম মা ৷৷
আজ এত বছর পর
তোমার সামনে দাঁড়িয়ে
তোমার হতভাগ্য সন্তান ৷৷
পায়ের বেড়ি ভেঙে
তোমার জন্যে চলে এলাম মা,
এবার আমার রক্তাক্ত শরীরকে আশ্রয় দাও,
জীর্ণ দেহকে কোলে তুলে নাও-
ক্লান্ত চোখে ঘুম দাও মা ৷
আমার প্রাণের দেশমাতৃকা ৷৷