একলা তুমি বেশ তো ছিলে ,
হটাৎ আবার সঙ্গী পেলে.
কেমন যেন এলোমেলো,
হলুদ পাতা সবুজ হলো.
ঘোরে ছিলে কোন সে সুখে,
অচিন প্রেমে জোয়ার জলে.
নামলো যখন ভাটা এবার-
শুধু শুধুই বালিশ ভেজে..
একলা ঘরে সঙ্গীবিহীন,
স্মৃতি যখন কথা বলে!
নিজের মনে কষ্ট পেয়ে,
কি হবে বল বোকা মেয়ে..
সবুজ পাতা হলুদ হলো,
নিজের ঘরে ফিরে এলো
স্মৃতি গুলো শেষ সম্বল,
আর তো কিছু নেই বাকী রে..
একলা ঘরে বেশ তো ছিলে,
হটাৎ করে সঙ্গী পেলে!
আরও অনেক কষ্ট পেলে,
তবুও ভালোবাসতে গেলে..
এখনতো সাধ মেটেনি?
ইচ্ছে রাখিস হাসবি বলে!
আবার তবে কষ্ট পেয়ে,
বালিশ ভিজুক চোখের জলে...