তুমি বিধাতার গড়া সেই শ্রেষ্ঠ সৃষ্টি
যাতে বদ্ধ মোর অবাক দৃষ্টি
ভুলে গেছি আমি নিজ অস্তিত্ব
যতদূর চোখ যায় তোমার মায়া বিস্তৃত
ঘন কেশে যখন আমার দৃষ্টি জড়ায়
চেতনায় ভাসছে যেন সময় না ফুরায়
কথা তোমার যেন কবিতার ছন্দ
তুমি সত্য না কল্পনা লেগেছে দন্দ
হাঁটছ যেন না কাঁদে ধরার কোমল চিত্ত
প্রকৃতি বলছে এ এক অপরূপ নৃত্য
দেখেছিলাম তোমার শীতল দুচোখ
আক্ষেপ নাই এবার যদিও-বা যাই পরলোক