নিরব উচ্ছ্বাস হয়ে হৃদয়ে বিস্তৃত
হাসির কলরব চেতনায় মিশ্রিত
"আকাঙ্ক্ষার হাহাকারে আমি বিকৃত"
দেখিবার আশায় চঞ্চল চক্ষুও অক্ষিকোটরে বন্দী
মিশে যাবো তাই বাতাসের সাথে করিলাম সন্ধি
নগরের প্রান্তরে অনুভব স্বীকৃত
"দৃষ্টির উন্মাদনায় আমি বিকৃত"
মুগ্ধতা ছড়িয়েছে মসৃণ এলো কেশে
হাসির লেশমাত্র হৃদয় পেরিয়ে চেতনায় মিশিলো শেষে
প্রকট হয়ে ওঠা উচ্ছাসে নিপীড়িত
"অবান্তর চিন্তাধারায় আমি বিকৃত "