সর্বক্ষণ তোমার পানে চেয়ে দেখেছি তাই
ওই চাঁদের মনে দাগ পরে যায়
ফুটে ওঠে দাগ,কলঙ্ক হয়ে
আকাঙ্ক্ষা মিশ্রিত ওই পূর্ণিমায়
মেঘ ধীরে ভেসে যায় তোমায় দেখে
অকথ্য জ্বালা মনকে ঘিরে ধরে
তারাগুলো অবাক হয়ে আমায় বলে
ভুবন ভুলানো বাঁকা হাসি সে হাসে কী করে ?
ধরনীর বুকে বাতাস ছড়িয়ে দেয়
গেয়ে যাওয়া তোমার গুণগুণ গান
স্পর্শে মোহিত বেলি গাছটা
নিজ আভাস চেপে ছড়ায় তোমার ঘ্রাণ
বলেছিলে ' আমরা কী ভেসে যেতে পারি না?
যেভাবে ভেসে যায় মেঘ ,বয়ে যায় নদী '
হাজারো রাত জাগা গল্পের ভিড়ে
পরিশেষে উত্তর মিলেছে কী ?