সুখ কিনেছি অর্থ দিয়ে
সুখ কিনেছি ভাই।
সুখ কেনা যায় কড়ি দিয়ে
তোমরা বল মিছাই।
হাজার রঙ্গের সুখ কিনেছি
হাজার বাজার ঘুরে।
ইচ্ছামত দর কষেছি
বেশি পাবার তরে।
অনেক অনেক সুখের দোকান
অনেক অ্যাভেনিউ।
নিত্য সুখ পুরান হয়
আমার লাগে নিউ।
সুখ কিনতে ক্লান্ত আমি
আরও অনেক চাই।
ঘরের সুখ বিক্রি দিয়ে
তারে কোথায় খোঁজ ভাই?