আমি নিশ্চিত স্রষ্টা নই
মহাবিশ্বের এক কীট মাত্র
নিরন্তর ছুটে চলছি সৃষ্টির বেগে।
না এগোতে পারি না পিছাতে
না মরি না বাঁচি
শুধু লীন হয়ে রই ঘূর্ণনে।
ঘূর্ণনকে মেপে নাম দিয়েছি সময়
পল ক্ষন নিমেষ দন্ড মহুর্ত
আথবা এক ঘূর্ণনের অষ্টাংশ প্রহর
এভাবেই সৃষ্টিকে জানছি
আর লীন হতে মসৃন পথের
সন্ধানে ছুটছি ছুটছি।
মানুষ সৃষ্টি নিয়ে ভাবে না।
স্রষ্টাকে সে আগলে রাখে
কচুপাতায় পানির মত।
পড়ে গেলে স্রষ্টা ভেঙ্গে যায়
তারপর অবরোধ ভাংচুর
স্রষ্টা নির্মিত হয় আবার।
মানুষ ধর্মকেও রক্ষা করে
অথচ কথা ছিল
ধর্মই মানুষকে রক্ষা করবে।
কথা ছিল মহাবিশ্বের গতিতে
একাত্ম হয়ে
মানুষ মহাকালে বিলীন হবে।
তবে কি মানুষ স্রষ্টা হতে চলছে।
কে বলবে আমায়?
------
স্যাপ্পোরো, জাপান
১৪/১২/২০২০