আমি সেদিন ছোট্ট ছিলাম
ক্যাম্পাসে হাঁটতে আছড়ে পড়তাম
এই তুমি, তুমিই আমাকে হাঁটা শেখালে
আজ আমি দৌড়াতে পারি
তাই শুধু তুমি
তুমিই আছ হৃদয়ে।
আজকে আমার চোখ ফুটে আসে না জল
মুখ ফুটে কান্না।
এই তুমি, তুমিই আমাকে হাঁসতে শেখালে
আজ আমি অন্যকেও হাঁসাতে পারি
তাই শুধু তুমি
তুমিই আছ হৃদয়ে।
কাল ভূতের বিকট শব্দে আমি ভয় পেতাম
ভয় পেতাম সাদা ভূতেও।
এই তুমি, তুমিই আমাকে শেখালে ভূত বলে কিছু নাই
আজ আমি ভুতের ভয় পাইনা।
তাই শুধু তুমি
তুমিই আছ হৃদয়ে।
ইচ্ছে করলেই নাকি স্বপ্ন দেখা যায়
আমিই নাকি স্বপ্ন, আমিই নাকি মানুষ
আবার আমিই নাকি মৃত্যু।
এই তুমি, তুমিই আমাকে এসব অকথা শেখালে
আজ আমি অকথার দোকানী।
তাই শুধু তুমি
তুমিই আছ হৃদয়ে।
___
রাজশাহী
২০/১১/২০১১
(সংশোধিত)