ধর্ম সে তো ঘণ্টা টিন
দেয় যে সবাই ফতোয়া।
ঘুষের টাকায় বাড়ি করে
মোয়া খেতে খোঁজে দোয়া।
হাততালিতে ওজু নষ্ট
ঈমান যায় অতি কমে।
গুপ্তপাড়ায় সফরকারী
অন্তচুলের ফতোয়া ঝাড়ে।
বল খেললে বউ তালাক
অন্যের ঘরে শুতে হবে।
বাপের পোঁদে লাত্থি মেরে
সমাজপতির তকমা জোটে।
বরাত মাসের ছাড়লে রোজা
সমাজচ্যুতির আদেশ আসে।
দোয়ার দৈর্ঘ্য বৃদ্ধি পায়
সদয় বাবুর ছাগল মলে।
তবু আমায় বাঁচতে হবে
খুঁজতে হবে মত।
মানুষ গুরুই সত্য সাধক
তাঁরাই খোঁজে পথ।
স্যাপ্পরো, জাপান।
১৬ সেপ্টেম্বর ২০২০