মিথ্যা কথা বলি আমি
সত্য কভু বলি না।
বই শেখায় মিথ্যা আমায়
মোটেই আমি দোষী না।
ছাপার হরফ মিথ্যা হয়
করি নাই কল্পনা।
মাথা ছাড়া লেখ দেখ
এটা কিন্তু গল্প না।
এটা ওটা লেখে বেটা
খোলা আছে কারখানা।
বস্তা ভরে মেলায় আসে
আমরা যে পাই সান্ত্বনা।
লেখার আগেই ঠিক হয়
আক্রমণের বস্তুটা।
রুচি মশায় দৌড়ে পালায়
পড়ে থাকে অস্ত্রটা।
ভাড়ের মত লেখে শুধু
বিরান জানার দেউড়িটা।
আমিও তাই মিথ্যা লিখি
সত্য এখন পতিতা।
----
স্যাপ্পোরো
জাপান।