লিখে যা নিধিরাম লিখে যা
গাছ লাগানোর কথা
রাস্তা পরিষ্কারের কথা
অমুক দিবস তমুক দিবসের কথা
সচেনতার কথা
লিখে যা।
লিখে যা নিধিরাম লিখে যা
নেতার চুরির কথা
চাকরের চুরির কথা
চোরের বউয়ের গলার কথা
আলো চোর, বাতাশ চোর
শৈশব চোর, যৌবন চোর
স্বপ্ন চোর
সকল চোরের কথা।
লিখে যা।
লিখে যা নিধিরাম লিখে যা
তোর মন খারাপের কথা
তোর ভাল লাগার কথা
প্রিয়ার কাজলের কথা
অথবা প্রিয় স্বপ্নটা দেখার জন্য
শত রজনী না ঘুমানোর কথা
লিখে যা।
লিখে যা নিধিরাম লিখে যা
আকাশের কথা, বাতাসের কথা
ঝড়ের কথা
ভিন গ্রহের কথা
সমুদ্রের কথা
সমুদ্র তলের কথা
লিখে যা
লিখে যা নিধিরাম লিখে যা।
তোর লেখা কেউ পড়ে না
পড়া বুঝতে কেউ পড়ে না
ছোট হতেও কেউ পড়ে না
বড় হতেও কেউ পড়ে না।
এই কথাটাও লিখে যা
ওরা পড়তে ভুলে গেছে।
ওদের রুচিতে ভাঁটা পড়েছে।