ঝাউ গাছের গায়ে মৃদু বাতাসের আচড়ে যে শব্দ হয়
সেও নাকি সিঙ্গা নিয়ে বলে তুমি সত্যবাদী।
কানে তুলা গুজেও লোকেরা শোনে সত্যের মালকোষ
এত সাচ্চার বাজারে তবে আমি কেন বাদী?
মামলার মালা গলায়ে জড়িয়ে কোন অপরাধে
তোমাকে ঘোরাই আদালত দেউড়িতে?
এ যে কবির কবিতা, মায়ার দেউল
আজ সিদ্ধ হবে তোমারও কিছু কথা মিথ্যে।