নষ্ট লেখে নষ্টের কবিতা
ভালোরও লেখে বটে।
নিজের সানাই বন্ধ রেখে
পরেরটা শুধু খোজে।
আখড়া তলে লালন নেই
লালন গেছে শহরে।
লোকগানের বাপ মরেছে
পাবেনা আমের মাঝে।
ধর্মের লোক যে ধর্মে নাই
দখলে আজ সন্ত্রাস।
রাজনীতিতে গুন্ডা সকল
মানুষের নেই শ্বাস।
ভার্সিটিতে শিক্ষক নাই
ছাত্রও যে নাই সত্য।
আলগা কাজের বাড়াবাড়ি
নাবালকতায় মত্য।
আমলা যেন সেবক নয়
সেই তো দেশের রাজা।
ডাক্তারবাবু হাসপাতালে
খোলে যে কসাই খানা।
----------
২৪ নভেম্বর ২০১৯
খুলনা বিশ্ববিদ্যালয়