এই পৃথিবীর পথ ধরেই যাব
যাব আমি হেঁটে।
যাব আমি প্রেম কুটিরে
যেখানে প্রেম নারায়ণ আছে।

আমি হেঁটে যাব আমি হেঁটে যাব
আমি যাব ঐ পার।
মুক্তির সংবিধান রচব আমি
বন্দী মানবতার।

বড় দুঃখ এ ঘুমন্ত পৃথিবী
সবই যে অশান্ত।

এই পৃথিবীর পথ ধরেই যাব
যাব আমি হেঁটে।
শান্ত ক্লান্ত মাকে নেব কোলে
নেব শক্ত বাহুতে বাবাকে।

বড় অশান্ত ঘুমন্ত পৃথিবী
আমাকে রুখতে চায়।
চায় সে রাখতে বাহু বন্ধনে।
আমি সেবা করেই যাব
তুলে নেব দুঃখ
ঘুমন্ত পৃথিবীর বুক থেকে।

-----------
একাদশ শ্রেণী
২০০৬-২০০৭