মানুষ
    দেখতে কি পাও?
         তোমার মন
            প্রাণপণে চায়।
দেশটা হোক অনেক বড়
দখল করুক আরও মাটি।
নিত্য তোমার নিউরনেরা
খুঁজে ফেরে হত্যা ঘাটি।
স্বদেশ প্রীতির বোল বিলিয়ে
জায়েজ কর হত্যা নেশা।
রাজার সাথে অমিল কোথা
তোমার চোখেও ছানি ঘেরা।
রাজ কায়েমের বিভোর চোখে
ঝাণ্ডা হাতে জীবন বাজি।
ভাইয়ে ভাইয়ে এক পাতিলে
জীবন ভীষণ তিক্ত আজি।
ভাগ হয়ে যাক গোষ্ঠী গুলো
যার মাটি সে করুক বাস।
এমন কথা মানতে যেন
হৃদয় ভেঙে টুকরো কাচ।
বাপের জমি ভাগ করে নেই
তাতে মোদের নেইকো তাপ।
হাহা হা হাহা হা
মোটেই নেইকো অনুতাপ।

-------
স্যাপ্পোরো, জাপান
০৫/১০/২০২০