আমাদের আর কবিতা পড়া হবে না
নিমফুলের গন্ধ মেখে
আমাদের দেখা হবে না আর
পুকুর পাড়ের নরম ঘাসে।
মাছরাঙ্গার মাছ ধরা বিকেল দেখে
আমদের যে সন্ধ্যা আসত
তা এখন ঘোর কালো অন্ধকার
যেন চতুর্দশী কৃষ্ণপক্ষীয়।
বনলতার সাথে কথা বলতে বলতে
ঘরে ফেরার সামান্য পূর্বেই
আমরা মরে ভুত হয়ে ফিরেছি
প্রিয় পুকুরপাড়ের ভাটফুলে।
এখন ভাটফুল আমাদের বাসা।
লাকড়ির জন্য ভাটগাছ কাটলেও
আমরা বেচেঁ থাকি পরমানন্দে
প্রিয় থানকুনির সংঙ্গী হয়ে।
কিন্তু বোবা মুখ কবিতার জন্য
আকুল হয়ে কাঁদে।
---
স্যপ্পোরো, জাপান
০১/ ০৬/ ২০২১
# নবজাগরণে প্রকাশিত