৷৷ দাগী ৷৷

নখের কোণে কালোর খেলা,
কালো যখন কালির দাগে।
খেলতে খেলতে খেলার ছলে
দাগীরা সব কোমর বাঁধে।

দাগটি যখন মিলিয়ে গেল,
মিলিয়ে গেল জনের মনে।
জমিয়ে দিল জমা ব্যাথা,
দাগের কালি চোখের কোণে।

-------সুমন রায় ------