★আত্মকথা★

আমার কাহিনী, আমার হয়েই থাক।
বন্ধ ঘরের অন্ধকারে,
শব্দ-বাতিরা নিভে যাক।

শ্যাওলা জমেছে, প্রতিশব্দের কূপ।
কৈফিয়তের বোঝায় চেপে,
ভাবনারা নিশ্চুপ।

বিদ্রোহী মন, মানানো কঠিন বড়।
অবিশ্বাসের দায়ভার নিয়ে,
মৃতের মত জড়।

বেপরোয়া প্রাণ, জানে না কোন ভয়।
অনেক দূরের তারারাও বুঝি,
মৃত্যুবিলাসী হয়!


~~~~~~সুমন রায়~~~~~~