এইতো সবে শুরু হলো, একসাথে পথ চলা।
ভালোলাগা-ভালোবাসায়় অকারণ কথা বলা।
তুমি ঠিক এভাবেই হাঁটতে শুরু করিয়া ছিলে,
অতো গল্প না বলা রইয়া গেল।
সময়ের স্রোতে সবই গেল ভেসে,
দূর কোনো স্মৃতিপটে।
না পেলে তোমায় এই আমিতে,
রাখব জীবন বাজি।
সব নিঃশ্বাস শেষ হয়েছে
চোখের জল এখনো বাকি রইয়াছে।
আপন জেনে হাত বাড়াল
আকাশ-বাতাস প্রভাত আলো।
একটু সময় চাওয়া উচিৎ ছিল
কিছু তারা একা রয়ে যায়।
আর কোন চিন্তা অবদি রইল না
তাহলে কেন চোখের জল রইয়া যায়?
তোর স্মৃতির গল্প বলবো কার কাছে
তোর কথা আমার সাথে রইয়া গেছে।