26 মার্চ  স্বাধীনতা দিবস
           জাহাঙ্গীর হোসাইন

স্বাধীনতা তুমি
জাতির পিতার শেখ মুজিবুর
রহমান এর আত্ত্ববিশ্বাস,
স্বাধীনতা তুমি
লাক্ষো শহীদের রক্তের
বিনিময়।

স্বাধীনতা তুমি
বিকেলের আকাশে ধবল বক,
স্বাধীনতা তুমি
নিশ্চিন্তে উড়া সোনালি-ডানা চিল।

স্বাধীনতা তুমি
ছেলে-মেয়ে হারানোর আর্তনাদ
স্বাধীনতা তুমি
মা-বোনদের নির্যাতনের আর্তনাদ।

স্বাধীনতা তুমি
বিদ্রোহী কবি নজরুলের চির উন্নত-মম-শীর,
স্বাধীনতা তুমি
বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার রক্তমাখার শার্ট!

স্বাধীনতা আমার
শেখ মুজিবুর রহমানের
বজ্রকণ্ঠে আওয়াজ তোলার অধিকার,
স্বাধীনতা আমার
কোটি বাঙালী'র জেগে উঠার উদ্যম উল্লাসে।

স্বাধীনতা তুমি
ত্রিশ লক্ষ শহীদের উদ্যম গতি
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে ফুলের সমাহার।

স্বাধীনতা তুমি
শেখ মুজিবুরের ভালবাসার সোনার বাংলা,
স্বাধীনতা তুমি
জীবনানন্দ'র ধানসিড়ির তীরে ফিরে আসার আর্তনাদ।

স্বাধীনতা আমার
সবুজ ঘাসের চাদরে রক্তমাখা পতাকা,
স্বাধীনতা আমার
কোটি বাঙালীর হৃদয় জুড়ানো ভালবাসা।

স্বাধীনতা তুমি
কাঁশফুলের শুভ্র ঝড়,
স্বাধীনতা তুমি
আমার হৃদয়ে চির অমর।

স্বাধীনতা তুমি
শেখ মুজিবুর রহমানের শ্লোগান,
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

তারিখ:২৬/০৩/২২
সময়:৪:৪৬পিএম
রোজ: শনিবার