মাগো আমায় দেখাস নে
আর জু জু বুড়ির ভয়
আজ কাল আর আমি
তোমার ছোট্ট খোকা নয়।
রাতের খাবারটা নিজ হাতে
তুলে খেতে পারি এখন,
বাবাকে লাগে না আর !
আমি হালালের জানালা
ভেঙ্গে হারাম বানাই
আমি শুদ্ধ কে করি অশুদ্ধ।
তবু নিজের সঙ্গে নিজের
যে আদি-আত্নিক সম্পর্ক,
তাই খুঁজে বেড়াচ্ছি বহুকাল ধরে!
এতো পরিচয়ের ভিড়ে।
‘মর্যাদা’ তোমাকে ছোঁয়ার যে অভিলাষ,
তা চিরন্তন সত্য হয়ে থাকবে।
নিয়ামতপুর,নওগাঁ